News71.com
 Bangladesh
 21 Jul 17, 11:53 AM
 1291           
 0
 21 Jul 17, 11:53 AM

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু।।  

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো একজন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার হরিহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন- হরিহরা গ্রামের মহন মোল্লার ছেলে রতন মোল্লা (৩৫) ও একই গ্রামের বাসিন্দা ওয়াজ মণ্ডল (৫৫)। আহত হলেন- ওয়াজ মণ্ডলের ছেলে আকিদুল (২৫)।

এ ব্যাপারে সাত নম্বর হাকিমপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়া জানান,সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আশির মাঠে পাট জাগ দিচ্ছিলেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই রতন ও ওয়াজের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আকিদুল। পরে স্থানীয়রা আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন