নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো একজন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার হরিহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন- হরিহরা গ্রামের মহন মোল্লার ছেলে রতন মোল্লা (৩৫) ও একই গ্রামের বাসিন্দা ওয়াজ মণ্ডল (৫৫)। আহত হলেন- ওয়াজ মণ্ডলের ছেলে আকিদুল (২৫)।
এ ব্যাপারে সাত নম্বর হাকিমপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়া জানান,সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আশির মাঠে পাট জাগ দিচ্ছিলেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই রতন ও ওয়াজের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আকিদুল। পরে স্থানীয়রা আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।