News71.com
 Bangladesh
 21 Jul 17, 02:33 AM
 1228           
 0
 21 Jul 17, 02:33 AM

যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুরে ঘরে ঢুকে দিনমজুরকে কুপিয়ে হত্যা।।

যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুরে ঘরে ঢুকে দিনমজুরকে কুপিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আবদুস সাত্তার দফাদার (৫৫)। তিনি ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করতেন।স্থানীয়দের বরাত দিয়ে নরেন্দ্রপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বৃহস্পতিবার রাতে আবদুস সাত্তার ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন।ভোররাতে দুর্বৃত্তরা তাঁদের ঘরে ঢুকে আবদুস সাত্তারকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।এ সময় রাবেয়া বেগমের চিৎকারে পাশের ঘর থেকে দুই ছেলে ছুটে আসেন।পরে আবদুস সাত্তারকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন