নিউজ ডেস্কঃ মেহেরপুরে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইলিয়াছ কাঞ্চন রনি নামে এক আইনজীবী নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মানিকগঞ্জ-পাটুরিয়া সংযোগ সড়কের আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রনি গাংনী উপজেলার বামন্দী গ্রামের শরীফুল ইসলামের ছেলে।তিনি মেহেরপুর জজ কোর্টের আইনজীবী ছিলেন।আহতরা হলেন- গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুল হান্নান বিএসসির ছেলে আমেরিকা প্রবাসী আবু এ নজিরুল ইসলাম ওরফে রুবেল (৪৮), তার স্ত্রী রিমা খাতুন (৪০), মেয়ে নাজিরা খাতুন (৭) ও আয়েশা খাতুন (৩) ও মাইক্রোবাসের চালক আল মামুন। আহতরা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী রুবেল তার স্ত্রী ও মেয়েদের নিয়ে কিছুদিনের জন্য ছুটিতে দেশে আসেন।সকাল ৭টার দিকে আত্মীয় রনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে তাদের নিয়ে বাওট গ্রামে ফিরছিলেন।পথে আড়পাড়ায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই রনি নিহত হন। এসময় গুরুতর আহত হন আরও পাঁচজন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।