নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে একটি শক্তিশালী বোমা ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার জুগিন্দা থেকে পুলিশ একটি বোমা ও ভোরে রামকৃষ্ণপুর ধলা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। গাংনী থানার এসআই স্বপন কুমার জানান, জুগিন্দা বাজারে একটি বটগাছের নিচে তাজা বোমা রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি লাল স্কসটেপ দিয়ে মোড়ানো ছিল। পানিভর্তি বালতিতে রেখে বোমাটি প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। কোনও নাশকতার জন্য এটি আনা হতে পারে বলে জানান তিনি।
অপরদিকে, গাংনী উপজেলার বিজিবির কাথুলী ক্যাম্প কমান্ডার হাবিলদার গোবিন্দ জানান, রামকৃষ্ণপুর ধলা গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে গাঁজা মজুদ করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।