News71.com
 Bangladesh
 23 Jul 17, 01:26 AM
 1249           
 0
 23 Jul 17, 01:26 AM

গাংনীতে জঙ্গি সন্দেহে আটক দুই নারীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্ত ।।

গাংনীতে জঙ্গি সন্দেহে আটক দুই নারীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্ত ।।

নিউজ ডেস্কঃ জঙ্গি কার্যক্রমের কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে বাড়ি ঘেরাও করে আটক করা দুই নারীসহ বাড়ির মালিকের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ। দিনভর ব্যাপক জিজ্ঞাসাবাদ ও এলাকায় খোঁজ খবর নিয়ে জঙ্গি সংশ্লিষ্টতা না পাওয়া শনিবার রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে । এরা হলেন, বাড়ির মালিক সৌদি প্রবাসি মিশকাত আলীর ছেলে হাসিবুর রহমান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কিশোরীনগর গ্রামের বরকত আলী স্ত্রী মাবিয়া খাতুন ও তার মেয়ে গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আব্বাস আলীর স্ত্রী রজনী খাতুন। গাংনীর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার জঙ্গি আস্তানা সন্দেহের মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রামে সৌদি প্রবাসি মিশকাত আলী বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। পরে ওই বাড়ি থেকে দুই নারীসহ বাড়ির মালিকের ছেলেকে আটক করে পুলিশ। তবে পুলিশ ওই বাড়ি থেকে কোন অস্ত্র গোলাবারুদ বা জঙ্গি সংশ্লিষ্ট কোন কিছু উদ্ধার করতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন