নিউজ ডেস্কঃ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে খুলনা জেলা এগিয়ে। ৭৮ দশমিক ৬৬ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে এ জেলা। এছাড়া ৭২ দশমিক ৬৭ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে মেহেরপুর, ৭১ দশমিক ৯৬ শতাংশ পাসের হার নিয়ে সাতক্ষীরা জেলা তৃতীয় অবস্থানে রয়েছে।
আজ (রবিবার) দুপুরে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্ররুদ্র এই ফলাফল ঘোষনা করেন। এবারে খুলনা জেলায় মোট ১৯ হাজার ৬৪৭ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪ হাজার ২৪২ জন উত্তীর্ণ হয়েছে। ছেলেদের মধ্যে পাস করেছে ৭ হাজার ৫৪৪ জন। মেয়েদের মধ্যে পাস করেছে ৬ হাজার ৬৯৮ জন।