News71.com
 Bangladesh
 31 Jul 17, 08:17 AM
 1502           
 0
 31 Jul 17, 08:17 AM

বেনাপোলে দুই টন ভারতীয় চেরি ফল জব্দ।।

বেনাপোলে দুই টন ভারতীয় চেরি ফল জব্দ।।

নিউজ ডেস্কঃ বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে আজ সোমবার সকালে দুই টন ভারতীয় চেরি ফল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান,বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে চোরাচালানিরা বিপুল পরিমাণ ভারতীয় চেরি ফল পাচার করে যশোরে নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদ সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই মণ চেরি ফল জব্দ করা হয়। আটক চেরি ফলের মূল্য ছয় লাখ টাকা বলে বিজিবি জানায়। জব্দকৃত চেরি ফল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন