নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুরুলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান কে কুপিয়েছে প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম হীরকের লোকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়,সকালে বাড়ি থেকে বনগ্রাম এলাকায় পৌঁছালে পুরুলিয়া ইউপি বর্তমান চেয়ারম্যানের অনুসারী টুটুল,মুকুল ও এনামসহ আরো কয়েকজন দেশি অস্ত্র দিয়ে অতর্কিত তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে এলাকাবাসী আহত লুৎফর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লুৎফর রহমানের ছেলে এহসানুল হক জানায়,চেয়ারম্যান হীরকের খুব কাছের কয়েকজন লোক আমার বাবাকে কুপিয়ে মারাত্মক আহত করেছে।
এ ব্যাপারে পুরুলিয়া ইউপি চেয়ারম্যান হিরকের সাথে যোগাযোগ করলে তিনি জানান,কারা মেরেছে এটা ওরাই ভালো বলতে পারবে। লুৎফর ভাইদের এলাকায় দুটো গ্রুপ আছে তাদের প্রতিপক্ষরা হামলা করতে পারে। তারা আমাকে ভোট দেয়,সেই সূত্রে আমার দলীয়,এছাড়া সহিংসতার ঘটনায় আমাকে সম্পৃক্ত করার কোন সুযোগ নাই। নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক গুরুতরো বিবেচনা করে নড়াইল সদর হাসপাতাল থেকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বিষয়টি নিশ্চিত করেন।