নিউজ ডেস্কঃ সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাড়িতে ঢুকে পড়লে শিশুসহ দুই জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা খুলনা সড়কের ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গ্রামের তারাপদ মন্ডলের স্ত্রী গুরুদাসী (৪৫) ও আব্দুল গফফারের মেয়ে আছিতয়া (৬)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ভৈরবনগরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কুদ্দুস মোড়লের বাড়িতে ঢুকে পড়ে। এসময় সেখানে অবস্থানরতর গুরুদাসী ও আ ছিয়া বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী।