News71.com
 Bangladesh
 05 Aug 17, 06:31 AM
 1249           
 0
 05 Aug 17, 06:31 AM

বাগেরহাটে ডাকাত আটক, পিস্তল ও গুলি উদ্ধার।।

বাগেরহাটে ডাকাত আটক, পিস্তল ও গুলি উদ্ধার।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের ফকিরহাট থেকে আশরাফুল শেখ (৪৫) নামের ডাকাতদলের এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আজ শনিবার সকালে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক আশরাফুল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের খাজুড়া গ্রামের সুলতান শেখের ছেলে।

কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান জানান,গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতদলের সদস্য আশরাফুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে আটক আশরাফুলকে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়। ফকিরহাট থানা সূত্র জানায়,আটক আশরাফুল তালিকাভুক্ত ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। থানায় রেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন