News71.com
 Bangladesh
 09 Aug 17, 12:13 PM
 1169           
 0
 09 Aug 17, 12:13 PM

আলমডাঙ্গায় অস্ত্রসহ আটক এক যুবক...  

আলমডাঙ্গায় অস্ত্রসহ আটক এক যুবক...   

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার গড়চাপড়া গ্রামের আব্দুল আজিজ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় একটি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আব্দুল আজিজের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, জীবননগরে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন নিউজ৭১ ডটকমকে জানান,আজ বুধবার ভোরে গোয়েন্দা পুলিশ বহনকারী একটি গাড়ি আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এসময় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত ওই গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে পুলিশ বুঝতে পেরে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় গোয়েন্দা পুলিশ ধাওয়া করে আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের গনি মন্ডলের ছেলে আব্দুল আজিজকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি শুটারগান ও এক রাউন্ড তাজা গুলি। রাতেই আব্দুল আজিজকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।অন্যদিকে,জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গহেশপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। গুলিভর্তি পিস্তলটি গহেশপুর গ্রামের একটি আমবাগানের মধ্যে পড়ে ছিল বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন