নিউজ ডেস্কঃ খুলনায় হত্যা মামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মিঠু মোল্লা (৪০) ডুমুরিয়া উপজেলার রুদাঘরা সরদারপাড়া এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে। এ ব্যাপারে আড়ংঘাটা থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোস্তাক আহমেদ জানান,নগরীর আকমানের মোড় থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠুর কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল,একটি পাইপগান,দশ রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সাংবাদিকদের পরিদর্শক মোস্তাক বলেন,গত ৩১ মে আড়ংঘাটা বাইপাস সড়কের আকমানের মোড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে মিঠু মোল্লা গুলি করে হত্যা করেছে এমন প্রাথমিক তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আকমানের মোড় এলাকায় মিঠুর অবস্থানের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিঠুর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না তা জানতে বিভিন্ন থানায় খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।