নিউজ ডেস্ক : পাইকগাছায় গাঁজা ও ইয়াবা সহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ওসি (অপারেশন) প্রবিন চক্রবর্তী ও পুলিশ সদস্য হেলাল খান একটি ডাকাতি চেষ্টার মামলার পি.ও ভিজিট করে আসার সময় পৌরসভার ৪নংওয়ার্ডে সরল গ্রামের মনোজ সানার বাড়ীর সামনে মাদক বেচা-কেনার সময় ভিলেজ পাইকগাছার মৃত করিম সানার ছেলে বাবু সানা (২৪) ও আশাশুনি থানার মাদক সম্রাট কাটাখলী গ্রামের মৃত আনিছ সানার ছেলে বুলবুল সানা (৪২) কে ১৫০ পিচ ইয়াবা ও কয়েক পুরিয়া গাঁজা তাদের ব্যবহৃত ১টি মোটর সাইকেল আটক করে। মাদক সম্রাট বুলবুল ইতোপূর্বে দু'বার মাদক সহ গ্রেফতার হয়েছিলেন বলে যানাগেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, ধৃত ২ যুবক পেশাধারী মাদক ব্যবসায়ী।