নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় বিশেষ আভিযান চালিয়ে গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ৭৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা করা হয়। এ ব্যাপারে পুলিশ জানায়,সাতক্ষীরা সদর থানা থেকে ৫১ জন,কলারোয়া থানা পাঁচ জন,তালা থানা পাঁচ জন,কালিগঞ্জ থানা ছয় জন,শ্যামনগর থানা দুই জন,আশাশুনি থানা দুই জন,দেবহাটা থানা এক ও পাটকেলঘাটা থানা থেকে তিন জনকে আটক করা হয়েছে। এছাড়া,আটকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান।