নিউজ ডেস্কঃ খুলনায় বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ গোপনে বিক্রির সময় আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফার্মাসিস্ট দেব প্রসাদ রায়সহ ৩ জনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। এসময় ৩৭ হাজার পিস সিপ্রোফ্লক্সাসিন ও এসওমেপ্রাজল ট্যাবলেট উদ্ধার হয়। যার মূল্য প্রায় দুই লাখ টাকা। আটক হওয়া অন্য দু’জন হচ্ছেন- ফার্মাসিস্ট দেব প্রসাদের শ্যালক দিপংকর সাহা ও নগরীর হেরাজ মার্কেটের ইমা ফার্মেসীর মালিকের ভাই রফিকুল আবেদিন।
আজ সোমবার নগরীর মুজগুন্নি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতরা ডিবি পুলিশের এএসআই টমাস মন্ডলকে ৫০ হাজার টাকা উৎকোচ দেওয়ার চেষ্টা করে। ওই টাকাও জব্দ করেছে পুলিশ।খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) অতিরিক্ত ডেপুটি কমিশনার এএম কামরুল ইসলাম জানান,খুলনায় দীর্ঘদিন ধরে একটি চক্র বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ বাইরে বিক্রি করে আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফার্মাসিস্টসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।