News71.com
 Bangladesh
 23 Aug 17, 06:32 AM
 1116           
 0
 23 Aug 17, 06:32 AM

ঝিনাইদহে স্কেলের আঘাতে ছাত্রীর চোখ নষ্ট করা শিক্ষক গ্রেফতার।।  

ঝিনাইদহে স্কেলের আঘাতে ছাত্রীর চোখ নষ্ট করা শিক্ষক গ্রেফতার।।   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্কেলের আঘাতে ছাত্রীর চোখ নষ্ট হওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান,দহকোলা গ্রামের মনতেজার রহমান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ,তার স্কেলের আঘাতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মারিয়াতুছ ফোয়ারার চোখ নষ্ট হয়েছে। এ ঘটনায় ফোয়ারার বাবা শরিফুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তর করে।

শরিফুল বলেন,গত ১২ অগাস্ট স্কুলে থাকার সময় ফোয়ারার স্কেলের কালি ওই শিক্ষকের হাতে লেগে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে একই স্কেল দিয়ে ফোয়ারার চোখে আঘাত করেন। চোখে রক্তক্ষরণ হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে ঢাকায় নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসকরা বলেন,চোখ নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য মেয়েকে ভারতে নিতে চান,কিন্তু অর্থাভাবে তা পারছেন না বলে জানান শরিফুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন