নিউজ ডেস্ক : আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় আশাশুনি থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, দিপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, শিক্ষা অফিসার শামছুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, আরডিও বিশ্বজিৎ কুমার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা, প্রভাষক মিজানুর রহমান, শিক্ষক কামরুন নাহার কচি, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, নূরুল হুদা, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল এবং অগ্রগতি সংস্থার পিস কনসোর্টিয়াম প্রজেক্ট সমন্বয়কারী মৃনাল কান্তি সরকার বক্তব্য রাখেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।