নিউজ ডেস্ক : আশাশুনি সদর ইউনিয়নের ১৩ নং বড়দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিকল্পনা সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।ইউনিসেফের সহযোগিতায় স্টেক হোল্ডারদের অংশ গ্রহণে গতকাল (বুধবার) এ সভা অনুষ্ঠিত হয়। স্কুল ইফেক্টিভনেছ প্রোগ্রাম (এসইপি) এর আওতাভুক্ত স্কুল হিসাবে অন্তুর্ভুক্ত হওয়ার পর অনুষ্ঠিত ১ম সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি আঃ মোত্তালিব। প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব। সভায় প্রধান শিক্ষক আলহাজ্ব আছাদুল হক, মোশাররফ হোসেন, আক্তারুজ্জামান সুমন, এসএমসি সদস্য, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় স্কুলকে আরও সুন্দর ও আকর্ষনীয় করে গড়ে তুলতে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।