News71.com
 Bangladesh
 24 Aug 17, 06:30 AM
 1108           
 0
 24 Aug 17, 06:30 AM

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নিউজ ডেস্কঃ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খয়েরতলা-বাকুলিয়া এবং কেয়াবাগান নামক পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতের একজন নারী (৬০) ও একজন পুরুষ (৪৫)। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬০) এক নারী নিহত হন। সিএনজিতে করে কালীগঞ্জ শহরের দিকে যাওয়ার সময় কেয়াবাগান নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে সিএনজি থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, ভোরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খরব দেয়। পুলিশ ভোরে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন