News71.com
 Bangladesh
 28 Aug 17, 12:19 PM
 1103           
 0
 28 Aug 17, 12:19 PM

যশোরের শার্শা সীমান্তে অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার।।

যশোরের শার্শা সীমান্তে অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার।।

 

নিউজ ডেস্কঃ যশোরের শার্শা সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আক্তার হোসেন (২৮) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৯ টার দিকে শার্শার কাজীরবেড় গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে কাজীরবেড় গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তারকে ওই গ্রামের কাঁঠালতলা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যূটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, আক্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন