নিউজ ডেস্কঃ বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে গতকাল শনিবার রাতে বাংলাদেশি ২৬ লাখ ১৬ হাজার টাকাসহ দিপঙ্কর ঘোষ (৩৮) নামে এক ভারতীয় হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবির ৪৯ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান,গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের অভিযান চালিয়ে ভারত থেকে আসা দিপঙ্কর ঘোষ নামে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বাংলাদেশি ২৬ লাখ ১৬ হাজার টাকা সহ তাকে আটক করে।
আটক হুন্ডি ব্যবসায়ীর বাড়ি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের বাসিন্দা । সে দীর্ঘদিন ধরে পাসপোর্টর মাধ্যমে হুন্ডির কোটি কোটি টাকা পাচর করে আসছে বলে বিজিবি জানায়। আটক ওই যাত্রীকে টাকাসহ বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।