News71.com
 Bangladesh
 07 Sep 17, 10:03 AM
 1102           
 0
 07 Sep 17, 10:03 AM

খুলনার ডুমুরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে ভোগান্তিতে রোগীরা ।।

খুলনার ডুমুরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে ভোগান্তিতে রোগীরা ।।

নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়ায় চিকিৎসকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন। আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ ধর্মঘট পালন করা হয়। ফলে অনেক রোগী চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন । ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ সাহার ওপর হামলা ও মারপিটের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন বলেন, এজাহারভুক্ত আসামি আব্দুল হালিম, আব্দুল গফফার শেখ ও মফিজকে গ্রেফতার করা হয়েছে। ডুমুরিয়া সদরের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।

এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র ইউএইচএফপিও ডা. এ এস এম মারুফ হাসান ছাড়া অন্যান্য ডাক্তারদের রুমে তালা ঝুলতে দেখা যায়। শুধুমাত্র জরুরি বিভাগে ২ জন সহকারী চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দেন । বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি ডা. বাহারুল আলম বলেন, চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা ও ডা. সবুজ সাহাকে লাঞ্ছিতের ঘটনায় বিএমএ খুলনা শাখার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসুচি অনুযায়ী আজ বৃহস্পতিবার খুলনার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকরা নিজেদের প্রত্যাহার করে চিকিৎসা দেয়া থেকে বিরত রয়েছেন। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিরা গ্রেফতার না হলে এবং চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আগামী শনিবার সকাল ৯ থেকে খুলনা জেলার পাবলিক ও প্রাইভেট কর্মস্থল থেকে চিকিৎসকরা নিজেদের প্রত্যাহার করে নিবেন। এছাড়া শনিবার রাত ৮টায় বিএমএ ভবন মিলনায়তনে জরুরি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন