News71.com
 Bangladesh
 08 Sep 17, 01:54 AM
 1011           
 0
 08 Sep 17, 01:54 AM

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১শ ৭৯ জন গ্রেফতার ।।  

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১শ ৭৯ জন গ্রেফতার ।।   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১’শ ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্ । ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১’শ ২৯ জন, হরিণাকুন্ডু থেকে ৭ জন, শৈলকুপা ৯ জন, কালিগঞ্জ থেকে ১৯ জন, মহেশপুর থেকে ১১ জন ও কোটচাঁদপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন