News71.com
 Bangladesh
 09 Sep 17, 01:52 AM
 1066           
 0
 09 Sep 17, 01:52 AM

নড়াইলে একটি যাত্রীবাহী বাস খাদেপড়ে নারী ও শিশুসহ আহত ২৫ ।।  

নড়াইলে একটি যাত্রীবাহী বাস খাদেপড়ে নারী ও শিশুসহ আহত ২৫ ।।   

নিউজ ডেস্কঃ নড়াইলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-মাগুরা সড়কের ধোন্দা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে আহতদের মধ্যে অলোক (২০), মনোয়ার ইসলাম (৪০), আলেয়া বেগম (৫৪), সোলায়মান (৩৫), জোসনা (১৩), মিতা (৪), সাইমা (১০), আদম মোল্যা (৫০), আরজিনা (৩৫), বিভাষ বিশ্বাস (২০) সহ অন্যান্যদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, নড়াইল-মাগুরা সড়কের গঙ্গারামপুর থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ধোন্দা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর শোনার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে ৩ দফায় মোট ৩০জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে কয়েকজন অক্ষত ছিলেন। নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন