News71.com
 Bangladesh
 17 Sep 17, 12:00 PM
 1517           
 0
 17 Sep 17, 12:00 PM

সাংবাদিক নামধারি প্রতারকের শিকার দুই সাতক্ষিরার সহোদর ব্যবসায়ী

সাংবাদিক নামধারি প্রতারকের শিকার দুই সাতক্ষিরার সহোদর ব্যবসায়ী

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার দুই সহোদর ব্যবসায়ী এক প্রতারকের শিকার হয়ে রয়েছে চরম বিপাকে। ইতোমধ্যে প্রতারকের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে জামসেদ আলম। জানা গেছে, উপজেলার ইন্দ্রানগর গ্রামের নুরুল ইসলামের পুত্র জামসেদ আলম (৩২) ২০০৬ সালে জীবন জীবিকার তাগিতে ভাগ্যের উন্নয়ন ঘটাতে পাড়ি জমায় কুয়েত। সেখানে দীর্ঘ ৩ বছর গাড়ি চালকের কায়িক পরিশ্রম করে যে অর্থ উপার্যন করে তা দিয়ে এলাকায় কিছু জমি ক্রয় পূর্বক বিভিন্ন পন্য স্টকের ব্যবসা করে। পাশাপাশি চিংড়ি চাষ, মুরগী চাষ ও কম্পিউটার, মোবাইল ক্রয় বিক্রয়ের একটি প্রতিষ্ঠান নলতা বাজারে গড়ে তোলে। এগুলো স্যান্ডার্ট ব্যাংক সাতক্ষীরা লিমিটেডে বন্ধক রেখে প্রতি বছর ঋণ পরিশোধ পূর্বক সর্ব শেষ ২০১৭ সালে ১ কোটি টাকা ঋণ গ্রহন করে। ঐ ঋণের টাকায় নলতার বাগনলতা এলাকায় একটি ব্লিডিং নির্মাণ করে সেখানে বাসা ভাড়া হিসাবে একটি আয়ের উৎস গড়ে তুলেছে। এছাড়া ছোট ভাই জাহাঙ্গীর আলম কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ঢাকাতে একটি অফিস নিয়ে নানান প্রকার সফটওয়্যারের কাজ করে থাকেন।


তাদের যে, মূল সম্পদ রয়েছে তার পরিমান প্রায় দেড় কোটি। প্রাইম ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সম্পদ বন্ধক রেখে ঋণ রয়েছেন ১ কোটি ২৮ লক্ষ টাকা। সব মিলিয়ে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার থেকে ব্যাংকের টাকা পরিশোধ করলে তাদের সম্পদ রয়েছে যতসামান্য। বিষয়টি পুঁজি করে নলতা এলাকার লাভলু আক্তার নামে এক ফাক্সি লোড ব্যবসায়ী বিভিন্ন সাংবাদিকদের তথ্য পরিবেশন করবে বলে ভয় দেখিয়ে চাঁদা দাবী করে। তার ও তাদের সহযোগীদের চাহিদা মতো চাঁদা না দেওয়ায় তারা বেপোরায়া হয়ে উঠেছে। সম্প্রতি দাবীকৃত টাকা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লালিন মন্তব্য পোষ্ট অব্যহত রেখেছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে কালিগঞ্জ থানা সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার নাশকতা মামলা সহ সরকারি বিরোধী কম পক্ষে ১০টি মামলা রয়েছে লাভলু আক্তারের বিরুদ্ধে। এর মধ্যে সাতক্ষীরা আদালতে চলমান মামলা জি আর ৩৩০/১৩, এইচটিসি ৪৮০, জিআর ৩৩২/১৩, এইচটিসি ৫০৬ ও ৫০৭, জি আর ২২১/১৩, এইচটিসি-২১১ এছাড়া ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এলাকার সচেতন মহলের দাবি একজন ফাক্সি লোড ব্যবসায়ী সরকারি বিরোধী আন্দোলন সংগ্রামের জড়িত থেকে একাধিক মামলার শিকার হলো সে কিভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিকট চাঁদা বাজী অব্যহত রেখেছেন। ভুক্তভোগী জামসেদ আলম এ প্রতিবেদককে জানিয়েছেন আমরা মৎস্য ঘের, মাছের আড়ত , কম্পিউটার ও মোবাইলের ব্যবসায় করে সরকারকে উল্লেখিত মূল্যে প্রতিবছর ট্যাক্স প্রদান করেছি। তার দাবি একজন অকাট মূর্খ লাভলু আক্তার কী ভাবে সাংবাদিকদের সোর্চ পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে এটা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন