নিউজ ডেস্কঃ দুর্বৃত্তের গুলিতে যশোর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন (৩২) খুন হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে শহরের বেজপাড়া গুলগোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইমন স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমল হুদা জানান,ইমন রাতে বাড়ির পাশের গুলগোল্লা মোড়ে বন্ধুদের সঙ্গে বসে লুডু খেলা দেখছিলেন। এ সময় ইমনকে লক্ষ্য করে দুই-তিনজন দুর্বৃত্ত তার বুকে দুই রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। জড়িতদের আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।