News71.com
 Bangladesh
 08 Nov 17, 05:56 AM
 1139           
 0
 08 Nov 17, 05:56 AM

খুলনা কর অঞ্চলে ২৯ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আদায়।।

খুলনা কর অঞ্চলে ২৯ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আদায়।।

নিউজ ডেস্কঃ সপ্তাহব্যাপী আয়কর মেলায় খুলনা কর-অঞ্চলে ২৯ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৬৬৮ টাকা আয়কর জমা পড়েছে,যা ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নসর মো. মাহবুবুজ্জামান এসব তথ্য জানান। তিনি জানান,এবারের মেলা থেকে খুলনা বিভাগে সেবা গ্রহণ করেছেন ৫৪ হাজার ৫৭০ জন। মেলায় রিটার্ন দাখিল করেছেন ২৭ হাজার ৮১২ জন করদাতা। ১ হাজার ১৯৬ জন গ্রাহক নতুন রেজিস্ট্রেশন করেছেন। ৬ জন রি-রেজিস্ট্রেশন করেছেন। মেলার শেষ দিন গতকাল মঙ্গলবার ১৬ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৪৩ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১২ হাজার ৯০১ জন। রিটার্ন দাখিল করেছেন ৭ হাজার ৮১ জন গ্রাহক। ২৮০ জন গ্রাহক নতুন রেজিস্ট্রেশন করেছেন। একজন রি-রেজিস্ট্রেশন করেছেন।

উল্লেখ্য,খুলনা জেলায় শেষ দিন ১৫ কোটি ২০ হাজার ৭৪০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৫ হাজার ৯৩৪ জন। এ দিন মেলায় রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৩৪৭ জন গ্রাহক। ১০৯ জন গ্রাহক নতুন রেজিস্ট্রেশন করেছেন। একজন রি-রেজিস্ট্রেশন করেছেন। অন্যদিকে,সাত দিনে খুলনা জেলায় আদায় হয়েছে ২২ কোটি,৬৩ লাখ ৪৩ হাজার ৩১৬ টাকা। ২০১১ সাল থেকে খুলনা কর অঞ্চলে প্রতি বছরই আয়কর মেলা অনুষ্ঠিত হয়ে আসছে উল্লেখ করে খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন, মানুষের মধ্যে করভীতি কমে যাওয়ায় প্রতি বছরই কর জমার পরিমাণ বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন