নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুরে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আকবর আলী (৫৫)।তিনি উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।খেদাপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুদ্দিন এ তথ্য জানান। তিনি আরো জানান, পেশায় দিনমজুর আকবর আলী নিজ বসতবাড়িতে ঘুমিয়ে ছিলেন।ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মৃত নিশ্চিত করে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।