নিউজ ডেস্কঃ বাগেরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়ালের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার রাতে এমপি হ্যাপী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। তবে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের স্বার্থে পুলিশ ও বাদী মামলার বিষয়টি গোপন রাখলেও আজ সোমবার দুপুরে পুলিশ এ বিষয়টি সাংবাদিকদের জানায়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফকির পান্নু মিয়া বলেন,মামলাটি নথিভুক্ত করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তিনি আরও বলেন,শিগগিরই তাদের শনাক্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে। এমপির পরিবারকে নিরাপত্তা দিতে তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য,মহান বিজয় দিবস উপলক্ষে গত শনিবার শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিকেলে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শালতলাস্থ নিজ বাড়িতে ফিরছিল অদিতা বড়াল। আমলাপাড়া স্কুল থেকে কিছু দূরে পৌঁছলে দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।