News71.com
 Bangladesh
 19 Dec 17, 12:05 PM
 1673           
 0
 19 Dec 17, 12:05 PM

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আমনের বাম্পার ফলন ।। পাকা ধান কাটা শুরু

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আমনের বাম্পার ফলন ।। পাকা ধান কাটা শুরু

মিথুন কুমার মণ্ডলঃ খুলনার বটিয়াঘাটা উপজেলায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই ধানে পাক ধরেছে। সোনালী ধানের মিষ্টি গন্ধে কৃষকের মন আনন্দে উদ্বেলিত । ধান কাটাও শুরু হয়েছে। শীতের সকালে ধান কাটার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক-কৃষাণীরা।এবার আমন ফলন ভালো হয়েছে। উপজেলার বটিয়াঘাটা, জলমা, গঙ্গারামপুর, সুরখালি,ইউনিয়নে গত কয়েক সপ্তাহ থেকে পাকা আমন ধান কাটা শুরু হয়েছে। ধানের মাঠ দেখলে পরাণ জুড়িয়ে যায়।এ বছর আমন ধানের ফলন অন্য বছরের তুলনায় অনেক ভালো।কিছু ব্লকে ধান পেকেছে, আর কিছু ব্লকে এখনো কাঁচা আছে।তবে কয়েক সপ্তাহের মধ্যে সব ধান কেটে বাড়িতে তোলা হবে বলে আশা করা হচ্ছে।


সুরখালি ইউনিয়নের বুনারাবাদ গ্রামের কৃষক তপন মণ্ডল বলেন, বর্গা নিয়ে ২ বিঘা জমিতে বিআর-২৩ জাতের ধান চাষ করেছি। ধানের ফলন বেশ ভালো।ধান দেখে কাটতে ভালো লাগছে।তিনি আরও জানায়, ধানের আঁটি উঁচু করে অনুমান করছি ১০০ আঁটিতে ৫ মণের বেশি ধান হবে আশা করা যাচ্ছে।
বটিয়াঘাটা ইউনিয়নের মাইলমারা গ্রামের কৃষক বৃহস্পতি রায় বলেন,চলতি বছর অতি বৃষ্টির কারনে পানিতে ডুবে গিয়েছিল বীজতলা। ফসলহানির আশংকা করেছিলাম। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পরেও ধানের বাম্পার ফলন দেখে খুশি আছি।৪ বিঘা জমিতে আমন চাষ করেছি।বিঘা প্রতি খরচ হয়েছে পঁচিশ’শ টাকা। তবে ধান কেটে দেখেছি ভালো হয়েছে। প্রতি বিঘা ১৭ থেকে ১৮ মণ করে ধান পাবো।


উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ৭ জন কৃষকের সাথে কথা বলে জানা যায়, অন্য বছরের তুলনায় এ বছর আমন ফসল অনেকটাই ভালো।বৈরী আবহাওয়ার কারনে বীজতালার বেশ সমস্যা হয়ে ছিল।প্রাকৃতিক দুর্যোগের পরেও মাঠে মাঠে ধানের ফলন ভালো।তারপর কোন সমস্যা দেখা গেলে উপজেলা কৃষি অফিসকে অবহিত করা হতো।কৃষি অফিস সঙ্গে সঙ্গে পরামর্শ দিয়ে সব সমস্যার সমাধানের চেষ্টা করে। যে জন্য উপজেলার মাঠে মাঠে কৃষিতে বিল্পব ঘটেছে।উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে এ বছর আমন চাষ করা হয়েছে।এরমধ্যে বিআর-২৩, ১০, ১১, ব্রি-৩০, ৪৯, ৫১, ৫২, ৭২, ৭৩, ৭৬, ৭৭ সহ স্থানীয় কিছু উচ্চ ও লবন সহনশীল জাতের ধান চাষ করা হয়েছে।


বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা জীবানন্দ রায় বলেন, আমন নির্ভর বটিয়াঘাটা এখন নানান ফসলে শস্যভান্ডারে পরিণত হয়েছে।চলতি আমন মৌসুমে, গত বছরের তুলনায় এবছর ফসলের লক্ষমাত্রা ছাড়ানোর জন্য আমরা নতুন নতুন জাতের ধানের বীজ কৃষকদের মাঝে দিচ্ছি।ফসল বৃদ্ধি ও পোকামাকাড়ের হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন মাঠের ধরন বুঝে নানা কর্মসূচি দিয়ে থাকি। শ্রমিক সংকট নিরসণের জন্য প্রযুক্তির যন্ত্র ধান কাটার কিনতে উৎসহ দিয়ে থাকি।তিনি আরও বলেন, এখানকার কৃষকরা নিজেদেও খাদ্যের চাহিদা পূরণ করে অনেক পরিমানের ধান বাজারে বিক্রি করতে পারবে স্থানীয় কৃষকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন