নিউজ ডেস্কঃ বাগেরহাট ৩ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। বাগেরহাট-৩ আসনটি বাগেরহাট জেলার মংলা উপজেলা-রামপাল উপজেলা নিয়ে গঠিত। এই আসনেই আওয়ামী লীগের টিকেটে নির্বাচনে অংশ নিতে অংশ চান শাকিল খান। আর মনোয়ন পাওয়ার বিষয়ে দারুণ আশাবাদী এই বিগত দিনের জনপ্রিয় চিত্রনায়ক। এ বিষয়ে জানতে চাইলে শাকিল আজ বুধবার নিউজ ৭১ ডটকমকে বলেন,আমি চাই মানুষের পাশে দাঁড়াতে। মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করতে চাই। তৃণমূল পর্যায় থেকে আমি কাজ শুরু করেছি,সেখানের মানুষজন আমাকে চান। আমার পাশেই আছেন।
শাকিল খান বলেন,এখন মাননীয় প্রধানমন্ত্রী চাইলে আমি নির্বাচন করতে পারবো। স্থানীয় আওয়ামী লীগও আমার সাথে রয়েছেন। এলাকায় আমি অনেকদিন থেকে কাজ করে যাচ্ছি। আমি মনে করি এখন বাংলাদেশে তরুণ-শিক্ষিত নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। আর এখান থেকেই নিজেকে হান্ড্রেড পার্সেন্ট ফিট মনে করছি। ১৯৯৭ সালে আমার ঘর আমার বেহেস্ত ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক ঘটে শাকিল খানের। এরপর চিত্রনায়িকা পপির সাথে জুটি বেঁধে অনেকগুলো হিট ছবি উপহার দিয়েছেন তিনি।