News71.com
 Bangladesh
 30 Dec 17, 11:32 AM
 1134           
 0
 30 Dec 17, 11:32 AM

সাতক্ষীরায় দুর্বৃত্তদের হাতে যুবলীগ কর্মী খুন।।  

সাতক্ষীরায় দুর্বৃত্তদের হাতে যুবলীগ কর্মী খুন।।   

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আছাদুর রহমান (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নুরনগর বাজারের পার্শ্ববর্তী ঘোষপাড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। আছাদুর রহমান জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। স্থানীয়রা জানান,শ্যামনগরের নুরনগর বাজারের পার্শ্ববর্তী ঘোষপাড়া বিল এলাকায় আছাদুর রহমানের একটি মৎস্য ঘের রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে সাইকেলে করে ঘেরে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলায়,বুকে ও পায়ে ছুরি মেরে ফেলে রেখে যায়। আত্মচিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে ডা. আয়ুব আলীর কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী জানান,মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন