News71.com
 Bangladesh
 01 Jan 18, 06:13 AM
 1091           
 0
 01 Jan 18, 06:13 AM

১১ দফা দাবিতে দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট আগামীকাল।।  

১১ দফা দাবিতে দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট আগামীকাল।।   

নিউজ ডেস্কঃ মজুরি কমিশন,কর্মচারীদের পিআরএল,বদলি শ্রমিকদের স্থায়ীকরণ ও বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলে আগামীকাল মঙ্গলবার একযোগে ধর্মঘট পালন করবে শ্রমিকরা। সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত। এরপর ঢাকায় শ্রমিক বৈঠকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজ সোমবার খুলনার রাজঘাট শিল্পাঞ্চলে অনুষ্ঠিত বিশাল জনসভায় এসব কর্মসূচির কথা জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ কেন্দ্রীয় পরিষদের আহবায়ক সরদার মোতাহার উদ্দীন। এর আগে জেজেআই মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

খুলনা-যশোর পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান,একই দাবিতে খুলনার খালিশপুর,আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় স্ব স্ব পাটকলের সামনে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শ্রমিকরা। উল্লেখ্য,বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বৃহস্পতিবার থেকে ৮টি রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ রেখে লাগাতার কর্মবিরতী ও বিক্ষোভ করছেন শ্রমিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন