নিউজ ডেস্কঃ ভারতে সোনা পাচারকালে আজ সোমবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস থেকে দুই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫ স্বর্ণের বার পাওয়া যায়। এ ব্যাপারে ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান,পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভারতে যাবার লক্ষ্যে কাস্টমস চেকপোস্টে আসা দুই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে পায়ে পরা জুতার মধ্য থেকে স্বর্ণের বারগুলো জব্দ এবং তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি মারুফ আহমেদ। আটক দুই যাত্রী হলেন- আবদুল বায়েজিদ (১৮) ও মো. আলামিন (৩১)। তারা নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার কেশরপাড়া ও পডিপাড়া গ্রামের বাসিন্দা।