News71.com
 Bangladesh
 02 Jan 18, 01:59 AM
 1092           
 0
 02 Jan 18, 01:59 AM

খুলনার পাইকগাছায় স্লুইস গেট ভেঙে পানিতে ফসল ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি।।    

খুলনার পাইকগাছায় স্লুইস গেট ভেঙে পানিতে ফসল ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি।।      

নিউজ ডেস্কঃ খুলনার পাইকগাছায় সরকারি স্লুইস গেটের ঢাকনা (পাট) ভেঙে জোয়ারের উপচে পড়া পানিতে পৌর সদরের শিববাটী এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে আমন ফসল ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকালে ভাটার সময় প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের ওই স্লুইস গেটের ঢাকনা ভেঙে নদীতে চলে যায়। পরে ভাটা শেষে প্রবল জোয়ারের উপচে পড়া পানি অবাধে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ২০টি চিংড়ি ঘেরের মাছ ভেসে যায়। শতাধিক বিঘার আমন ফসলের পাকা ধান ক্ষতি হয়। এছাড়া এলাকার অসংখ্য বসতবাড়ির উঠান পানিতে তলিয়ে যায়। কয়েকজন ঘের মালিক জানান,মৌসুমের শেষ মুহূর্তে ঘেরে মাছের পরিমাণ কম ছিল। তবে যে মাছ ছিল তা সব পানিতে ভেসে গেছে। এছাড়া আমন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান। ক্ষতিগ্রস্ত স্লুইস গেট ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন