নিউজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছায় র্যানবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে'বাবু ওরফে পালসার বাবু নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল,এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এসময় র্যা বের দুই সদস্যও আহত হয়েছেন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। র্যা ব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া জানান,ঝিকরগাছার রিফিউজি পাড়ায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন খবর পেয়ে আজ ভোর চারটার দিকে র্যা বের একটি দল সেখানে যায়। এসময় সন্ত্রাসীরা র্যামব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যা ব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল,এক রাউন্ড গুলি,ম্যাগজিন ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পরে ঝিকরগাছা থানা-পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। মেজর জিয়া আরও বলেন,বন্দুকযুদ্ধের ঘটনায় র্যা বের দুই সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করীম জানান,নিহত যুবকের নাম বাবু ওরফে পালসার বাবু। গত ৩ জানুয়ারি ঝিকরগাছায় সন্ত্রাসীদের বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী আব্বাস আলী নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার এক নম্বর আসামি ছিলেন পালসার বাবু। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।