News71.com
 Bangladesh
 07 Jan 18, 12:05 PM
 1103           
 0
 07 Jan 18, 12:05 PM

যশোরের মণিরামপুরে ২৬ মামলার আসামি রাজুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার।।

যশোরের মণিরামপুরে ২৬ মামলার আসামি রাজুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামের সরিষা ক্ষেত থেকে রাজু সরদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৮টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রাজু সরদার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। যশোরের মণিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আবু নাসের জানান,পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান,নিহত রাজু সরদার চিহ্নিত সন্ত্রাসী। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার সময় ছুরিকাঘাতে নিহত আওয়ামী লীগ কর্মী মিলন হত্যা মামলাসহ ২৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে রাজু সরদার নিহত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন