News71.com
 Bangladesh
 09 Jan 18, 05:46 AM
 1203           
 0
 09 Jan 18, 05:46 AM

খুলনায় স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযাগে ৫ পুলিশ কনস্টেবল ক্লোজড।।    

খুলনায় স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযাগে ৫ পুলিশ কনস্টেবল ক্লোজড।।      

নিউজ ডেস্কঃ খুলনায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত এবং তার ভাইকে মারপিটের অভিযোগে বটিয়াঘাটা থানার বাইনতলা পুলিশ ফাঁড়ির পাঁচ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা খারাবাদ কলেজিয়েট স্কুলে যাওয়ার পথে ওই উত্যক্ত ও মারপিটের ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলরা হলেন, মো. নাঈম, মামুন, রিয়াজ, আবির ও জাহিদ। স্থানীয় সূত্র জানান,বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের নারায়ণখালী গ্রামের মুজিবর রহমানের মেয়ে ও তার ছেলে তরিকুল ইসলাম আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বাইনতলা খারাবাদ কলেজিয়েট স্কুলে যাওয়ার পথে কনস্টেবল নাঈম ছাত্রীটিকে উত্যক্ত করেন। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই তরিকুল প্রতিবাদ জানালে পুলিশ কনস্টেবল নাঈম তাকে ফাঁড়িতে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে থানার গারদে আটকে রাখা হয়। এ খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ফাঁড়িতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় উত্তেজিত জনতা ফাঁড়ি ঘেরাও করে রাখে।

খবর পেয়ে বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক মামুন ও স্থানীয় আমীরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান গোলদার মিলন সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানার পর ওই ৫ পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বলেন,বটিয়াঘাটার বাইনতলায় পুলিশের একটি অস্থায়ী ফাঁড়ি রয়েছে। পাঁচজন নয়,ওই ফাঁড়িতে দায়িত্বরত ১২জন পুলিশ সদস্যকেই প্রত্যাহার করা হবে। এছাড়া উত্যক্তের অভিযোগ প্রমাণিত হলে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার নাঈমকে দায়িত্ব দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন