নিউজ ডেস্কঃ ওয়ান বাংলাদেশ’ কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সংগঠিত করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশের আত্মপরিচয়, গণতন্ত্র, কর্মশক্তি,কর্ম-উদ্যোগ ও উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করা হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) দুই শতাধিক তরুণ শিক্ষক উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যবস্থাপনায় ও সেন্ট্রার ফর রিসার্স এন্ড ইনফরমেশন (সিআরআই)’র আয়োজনের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ান বাংলাদেশ’র উদ্দেশ্য,লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন, কেন্দ্রীয় সমন্বয়ক ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইনফর্মেশন টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. রশীদুল হাসান। সিআরআই-এর সহযোগী সমন্বয়ক তন্ময় আহমেদের উপস্থাপনায় বক্তৃতা করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা, প্রচার সম্পাদক ড. নিহার রঞ্জন সিংহ।