News71.com
 Bangladesh
 13 Jan 18, 11:55 AM
 1003           
 0
 13 Jan 18, 11:55 AM

ওয়ান বাংলাদেশ বাস্তবায়নে খুলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

ওয়ান বাংলাদেশ বাস্তবায়নে খুলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

 

নিউজ ডেস্কঃ ওয়ান বাংলাদেশ’ কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সংগঠিত করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশের আত্মপরিচয়, গণতন্ত্র, কর্মশক্তি,কর্ম-উদ্যোগ ও উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করা হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) দুই শতাধিক তরুণ শিক্ষক উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যবস্থাপনায় ও সেন্ট্রার ফর রিসার্স এন্ড ইনফরমেশন (সিআরআই)’র আয়োজনের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ান বাংলাদেশ’র উদ্দেশ্য,লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন, কেন্দ্রীয় সমন্বয়ক ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইনফর্মেশন টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. রশীদুল হাসান। সিআরআই-এর সহযোগী সমন্বয়ক তন্ময় আহমেদের উপস্থাপনায় বক্তৃতা করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা, প্রচার সম্পাদক ড. নিহার রঞ্জন সিংহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন