News71.com
 Bangladesh
 15 Jan 18, 06:27 AM
 1167           
 0
 15 Jan 18, 06:27 AM

আগামীকাল মঙ্গলবার সুন্দরবনের ৩ দস্যুবাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করছে।  

আগামীকাল মঙ্গলবার সুন্দরবনের ৩ দস্যুবাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করছে।   

নিউজ ডেস্কঃ আত্মসমর্পেণ করছে সুন্দরবনের তিনটি দুর্ধর্ষ জলদস্যু বাহিনীর প্রায় ৪০ জন সদস্য।আগামীকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে তারা আত্মসমর্পণ করবেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর মেজর সোহেল রানা তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, মঙ্গলবার র্যাব-৮ কমপ্লেক্সে সুন্দরবনের দুর্ধর্ষ বড় ভাই বাহিনী, ভাই ভাই বাহিনী ও সুমন বাহিনীর ৪০ জনের মতো সদস্য আত্মসমর্পণ করবে। তারা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরত আসতে চাচ্ছে। বরিশাল নগরের রূপাতলী র্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বিশেষ অতিথি থাকবেন- র্যাব ফোর্সেস এর মহাপরিচালক বেনজীর আহম্মেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন