নিউজ ডেস্কঃ খুলনায় নাশকতা মামলায় মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার চারটি মামলা রয়েছে। মাসুদ পারভেজ বাবু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি নগরীর টুটপাড়া এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান,বিএনপি নেতা বাবুর বিরুদ্ধে নাশকতার চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।