News71.com
 Bangladesh
 17 Jan 18, 01:18 AM
 1034           
 0
 17 Jan 18, 01:18 AM

যশোর বিমানবন্দরে রানওয়েতে দুর্ঘটনায় কার্গো বিমান।।

যশোর বিমানবন্দরে রানওয়েতে দুর্ঘটনায় কার্গো বিমান।।

নিউজ ডেস্কঃ যশোরে একটি কার্গো বিমান ল্যান্ডিংয়ের পরে রানওয়ে থেকে কিছুটা নিচে নেমে গেছে। আজ মঙ্গলবার দুপুরে যশোর বিমানবন্দরে এ ঘটনা ঘটলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিভিল এভিয়েশনের একজন কর্মী জানান,আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি কার্গো বিমান (ফিস ক্যারিয়ার) যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি পার্কিংয়ের সময় বামপাশের চাকা সামান্য নিচে নেমে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্গো বিমানটি সেখানেই ছিল। ঢাকা থেকে প্রকৌশলীরা এসে রাতের মধ্যেই কার্গোটি উদ্ধার করবে বলে যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানান। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেন,ল্যান্ডিংয়ের পর অ্যাপ্রনের দিকে যাওয়ার সময় কার্গোর এক পাশের চাকা সামান্য নিচে কাদার মধ্যে নেমে যায়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন