নিউজ ডেস্কঃ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন করা হবে।এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) খুলনায় ব্যাপক কর্মসূচি পালিত হবে ।ওইদিনে মহানগরীর শহীদ হাদিস পার্কের ১৬ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে বলে টার্গেট ছাত্রলীগের। আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ছাত্রলীগ নেতারা।উল্লেখ্য খুলনা জেলা, মহানগর ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রলীগ যৌথভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি হাতে নিয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহানগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মো ইমরান হোসেন, কুয়েট ছাত্রলীগের সভাপতি আবুল হাসান শোভন। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, ছাত্রলীগ নেতা শাহীন আলম, চয়ন বালাসহ খুলনা জেলা, মহানগর ও কুয়েট ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাবেক ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বর্ণাঢ্য র্যানলি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।