News71.com
 Bangladesh
 17 Jan 18, 10:11 AM
 1208           
 0
 17 Jan 18, 10:11 AM

খুলনায় পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল।    

খুলনায় পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল।      

নিউজ ডেস্কঃ খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের কর্মবিরতির ১৯তম দিনে মহানগরীব্যাপী লালপতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।আজ বুধবার সকাল ৯টা থেকে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত আট পাটকলের শ্রমিকরা স্ব স্ব মিল গেটের সামনে অবস্থান নেয়। পরে বেলা ১১টায় নগরীর খালিশপুর, আটরা ও যশোরের নওয়াপাড়া শিল্প এলাকার পাটকলের গেটের সামনে থেকে শ্রমিকরা লাল পতাকা হাতে ট্রাক যোগে বিক্ষোভ মিছিল করে। এসময় শ্রমিকরা পাট প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।


লালপতাকা মিছিল পূর্ব গেট সভায় বক্তৃতা করেন, আন্দোলন কমিটির কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, জাকির হোসেনসহ সিবিএ ও নন সিবিএ নেতৃবৃন্দ।বকেয়া মজুরি ও বেতনের দাবিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর থেকে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকলের উৎপাদন বন্ধ রেখেছেন শ্রমিকরা। মিলগুলোতে ৫ থেকে ১২ সপ্তাহের মজুরি বাবদ ২৫ হাজার শ্রমিকের পাওনা রয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন