নিউজ ডেস্কঃ খুলনায় নিখোঁজের ৭ দিন পর মিঠুন কুমার (২৩) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী গেট সংলগ্ন ভৈরব নদ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দৌলতপুর থানার সহকারী পরিদর্শক (এসআই) রাজিব কুমার দাস। মিঠুন বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামের মৃত শশাঙ্ক দাসের ছেলে এবং খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র। এসআই রাজিব কুমার দাস জানান,১২ জানুয়ারি (শুক্রবার) রাত সোয়া ৯টার দিকে মিঠুন ও তার বন্ধুরা ফুলবাড়ী গেট সংলগ্ন ভৈরব নদের ফেরির পন্টুনে বসে গল্প করছিলেন। এরই এক পর্যায়ে অসাবধানতাবশত ফেরি থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।