News71.com
 Bangladesh
 20 Jan 18, 11:40 AM
 1041           
 0
 20 Jan 18, 11:40 AM

যশোরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

যশোরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

নিউজ ডেস্কঃ যশোর সদর এবং ঝিকরগাছা উপজেলায় পৃথক দুই ‘ডাকাত দলের বন্দুকযুদ্ধে’ চার জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে। শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতে যশোর সদরের নোঙরপুর মাজারের পাশে এবং ঝিকরগাছার চাপাতলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে প্রথমে ঝিকরগাছা পুলিশ ২৮ বছর বয়সী দুই যুবকের মরদেহ হাসপাতালে আনে। এদের মধ্যে একজনের পরনে কালো জিন্সের প্যান্ট ও সোয়েটার এবং অপরজনের পরনে গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। দুজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

অপরদিকে, যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘গভীর রাতে খবর পাই যশোর-মাগুরা সড়কের নোঙরপুর মাজারের পাশে দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি গুলি, পাঁচটি কার্তুজ, আট জোড়া স্যান্ডেল, দুই জোড়া কানের দুল এবং একটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করে বলেন, ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে দু’পক্ষের গোলাগুলিতে এই দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ তাদের পরিচয় পায়নি।হাসপাতাল সূত্র জানায়, এদের মধ্যে একজনের জিন্স ও হাফ হাতা গেঞ্জি এবং অপরজনের ব্লেজার ও কালো প্যান্ট পরা ছিল। এদের বুকে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালের ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন