নিউজ ডেস্কঃ খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহমিদ তানভীর রাজিন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।গতকাল শনিবার রাতে মহানগরীর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।নিহত রাজিন ওই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র ও মহানগরীর বয়রাস্থ পালপাড়ার শেখ জাহাঙ্গীর আলমের ছেলে।খালিশপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, গতকাল শনিবার ছিল খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্রদের পূনর্মিলনী ২০১৮ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন। রাত ৯টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রাজিনের বুকে ছুরিকাঘাত করে কয়েকজন দুর্বৃত্ত।গুরুতর অবস্থায় রাজিনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে মারা যায় সে। লাশ খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।