News71.com
 Bangladesh
 22 Jan 18, 05:49 AM
 1058           
 0
 22 Jan 18, 05:49 AM

বাগেরহাটের শরণখোলায় ২ তক্ষকসহ এক পাচারকারী আটক।।

বাগেরহাটের শরণখোলায় ২ তক্ষকসহ এক পাচারকারী আটক।।

 

নিউজ ডেস্কঃ বাগেরহাটের শরণখোলায় দুইটি তক্ষকসহ হারুন হাওলাদার (৪৫) নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব খোন্তাকাটার তুলাতলা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের মজিদ হাওলাদারের ছেলে। শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান,তক্ষক পাচারের গোপন সংবাদ পেয়ে এসআই শফিকুলের নেতৃত্বে পুলিশের একটি দল তুলাতলা এলাকায় অবস্থান নেয়। ওইদিন রাত ৮টার দিকে হারুন হওলাদার নামের ওই ব্যক্তি একটি প্লাষ্টিকের খাঁচায় করে তক্ষক দুইটি পাচারের উদ্দেশ্য অন্যত্র নিয়ে যাচ্ছিল। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। ১৪ ইঞ্চি লম্বা তক্ষক দুইটির আনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে পুলিশ জানায়।

ওসি জানান,এ ঘটনায় হারুন হাওলাদারের বিরুদ্ধে ১৯২৭ সালের বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ২৬ (ঘ) সংশোধনী ২০১২ এর ৩৪ (ঘ) ধারায় মামলা দায়ের করে আজ সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। তক্ষক দুইটি আদালতের নির্দেশে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন