নিউজ ডেস্কঃ বেনাপোলের পুটখালী সীমান্তে আজ সোমবার দুপুরে ৬ লাখ হুন্ডির টাকাসহ আশরাফুল ইসলাম (৪০) নামে একজন হুন্ডি পাঁচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটককৃত আশরাফুল উপজেলার পুটখালী গ্রামের দ্বীন ইসলামের ছেলে। বিজিবি জানান,টহল দলের বিজিবি সদস্যরা সীমান্তে টহল দেওয়ার সময় পুটখালী গ্রামের ভান্ডারীর মোড় এলাকায় আশরাফুলের গতিবিধি দেখে সন্দেহ হয়। তখন ওই ব্যক্তিকে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশি ৬ লাখ টাকা পাওয়া যায়। এ সময় আশরাফুলকে আটক করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন ৬ লাখ হুন্ডির টাকাসহ একজন হুন্ডি পাঁচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক অর্থসহ আশরাফুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।