News71.com
 Bangladesh
 25 Jan 18, 11:51 AM
 1108           
 0
 25 Jan 18, 11:51 AM

বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি বন্ধ।।বন্দরে আটকা পড়েছে পন্য বোঝাই ট্রাক

বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি বন্ধ।।বন্দরে আটকা পড়েছে পন্য বোঝাই ট্রাক


নিউজ ডেস্কঃ বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্টাপোল কাষ্টমসের কার্গো শাখায় কারপাস (ট্রাকের ড্রাইভার,হেলপারের ছবি সম্মিলিত ট্রাক ও পণ্যের বিস্তারিত তথ্য বিবরনি) জটিলতার কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের(ভারত-বাংলাদেশ) মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। এর ফলে দু’পারে আটকা পড়েছে শত শত পন্য বোঝাই ট্রাক। বিশেষ করে পচনশীল পন্য আটকা পড়ে নস্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। আমদানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল ওঠা-নামাসহ কাজকর্ম রয়েছে স্বাভাবিক।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এ্যসোসিয়েশনের সাধারল সম্পাদক কাত্তিক চক্রবর্তী জানান, আমদানি-রপ্তানি বাণিজ্যে পন্য রপ্তানি করতে ট্রাক ড্রাইভার,হেলপার ও ট্রাকসহ পণ্যের বিবরণ সম্মিলিত কারপাস ফরম পূরণে কাষ্টম অযাথা বিলম্ব করার প্রতিবাদে দু’দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রপ্তানি বাণিজ্য অব্যাহত আছে দুই দেশের মধ্যে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান,ভারতীয় কাষ্টমসের কারপাস সমস্যার কারণে সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল লোড-আনলোড সহ পন্য খালাস অব্যাহত আছে। বেনাপোল বন্দর দিয়ে দেশের সিংহভাগ শিল্প কল-কারখানার কাচামাল আমদানি হয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন